• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাজাহান খানকে আর মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

  নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০১৯, ০৮:৪৮
শাজাহান খান
শাজাহান খান (ছবি : সংগৃহীত)

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আওয়ামী লীগ আর কখনোই মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করায় তাকে আর মনোনয়ন দেওয়া হবে না বলে জানান তিনি।

বুধবার (১৩ জুন) রাতে মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়া বন্দর এলাকায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পথসভায় বাহাউদ্দিন এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এবার সদর উপজেলায় নৌকার বিরোধিতা করায় চিরদিনের জন্য নৌকা বঞ্চিত হলেন শাজাহান খান। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমার নৌকায় চড়ে নৌকার বিরোধিতা করে তাদের আর কোনো দিন নৌকায় জায়গা দেব না।’

শাজাহান খানের সমালোচনা করে তিনি বলেন, ‘শাজাহান খান এখন নৌকা ছেড়ে আনারস ধরেছে। প্রয়োজনে তিনি নৌকা করেন। স্বার্থে না লাগলে নৌকা ভুলে যান। ২০০১ সালে মাদারীপুর-২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য শেখ হাসিনার মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছিল। তখন এই শাজাহান খান নৌকার মনোনয়ন না পেয়ে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের হাওয়া ভবনে। কোনো আওয়ামী লীগ নেতা কি তারেক রহমানের হাওয়া ভবনে ছুটে যেতে পারে? কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন ধানের শীষের মনোনয়ন আনতে। সেদিন আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি, নৌকা প্রতীককে অসম্মান করেছিল এই শাজাহান খান।’

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘তিনি (শাজাহান খান) মন্ত্রী হয়ে কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকেননি। থেকেছেন তার গণবাহিনী ও জাসদের নেতাকর্মীদের নিয়েই। তিনি কখনোই আওয়ামী লীগের চেতনা ধারণ করেননি। সব সময় নৌকায় চড়ে সুবিধা নিয়ে এখন নৌকার বিরোধিতায় নেমেছেন। আজকে সময় এসেছে এই দেশ বিরোধী, চেতনা বিরোধী, আওয়ামী বিরোধী অপশক্তিকে প্রতিহত করার।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড