• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির কার্যালয়ে হঠাৎ অসুস্থ রিজভী

  নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০১৯, ১৫:৩৯
রিজভী
দলীয় কার্যালয়ে অসুস্থ রিজভী আহমেদকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। (ছবি: সংগৃহীত)

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রুহুল কবির রিজভী সোমবার (১০ জুন) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ বেড়ে গেছে। চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রবিবার (৯ জুন) রাতে হঠাৎ করে কয়েকবার বমি করেন রিজভী আহমেদ। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় অফিসে এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন রিজভী। এখন তার স্যালাইন চলছে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অন্যতম মুখপাত্র রুহুল কবির আহমেদ রিজভী। দলের সংকটময় মুহূর্তে তিনি নয়াপল্টন কার্যালয় থেকে নিয়মিত সংবাদ সম্মেলন করেন। সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার এড়াতে এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া জেলে থাকায় নিজের আরাম বিসর্জন করে তিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড