• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ড্যাবের নতুন সভাপতি ডা. হারুন, মহাসচিব ডা. সালাম

  অধিকার ডেস্ক

২৬ মে ২০১৯, ১১:০১
ড্যাবের নির্বাচিত নতুন সভাপতি ডা. হারুন, মহাসচিব ডা. সালাম
ড্যাবের নির্বাচিত নতুন সভাপতি ডা. হারুন, মহাসচিব ডা. সালাম। (ছবি : সংগৃহীত)দ

বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব হিসেবে অধ্যাপক ডা. মো. আবদুস সালাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ মে) ড্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত শুক্রবার (২৪ মে) ড্যাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সংগঠনটির শীর্ষ ৫টি পদের জন্য ২টি প্যানেল ১০ জনের মধ্যে ভোট হয়। ২৬৪ জন কাউন্সিলরের মধ্যে ২৪৮ জন ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন।

বিএনপির এই পেশাজীবী সংগঠনের শীর্ষ ৫ পদের জন্য ডা. হারুন-সালাম ও ডা. স্বপন-বাচ্চু প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এরমধ্যে নিরঙ্কুশ জয় পেয়েছে ডা. হারুন-সালাম প্যানেল।

ভোটে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. স্বপন ৯৮ ভোট পেয়েছেন। সিনিয়র সহ সভাপতি হিসেবে ডা. মো. আবদুস সেলিম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. গনি পেয়েছেন ৯২ ভোট।

আর মহাসচিব হিসেবে অধ্যাপক ডা. মো. আবদুস সালাম পেয়েছেন ১৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. বাচ্চু পেয়েছেন ৯২ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. মো. মেহেদী হাসান ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জোহান পেয়েছেন ১০৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. তুষান পেয়েছেন ৭৫ ভোট।

এর আগে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে ড্যাবের আহ্বায়ক কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ২৪ মে সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক কমিটি হওয়ার আগে ড্যাবের গেল ১৮ বছর কোনও কাউন্সিল হয়নি।

ড্যাবের কাউন্সিলে ৫ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। কমিশনের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. শহীদ হাসান, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ও ডা. ওবায়দুল কবির খান।

সংগঠনটির নির্বাচন পর্যবেক্ষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড