• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের ফোন আসতেই ধান কাটতে গেলেন রাব্বানী

  নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০১৯, ১৯:৩৬
ধান কাটলেন রাব্বানী
কৃষকের ফোন পেয়ে সাভার গিয়ে ধান কাটলেন রাব্বানী (ছবি : রাব্বানীর ফেসবুক)

মুঠোফোনে ডাক পেয়ে কৃষকের ধান কেটে দিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (২২ মে) রাজধানীর অদূর সাভারের ভাকুর্তা ইউনিয়নে কৃষকের ক্ষেতের ধান কেটে দেন তিনি। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও ওই কৃষকের ধান কেটে দেন। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েক নেতাও।

ছবি : গোলাম রাব্বানীর ফেসবুক থেকে নেওয়া

ধান কেটে দিয়ে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে মঙ্গলবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নির্দেশ দেন। বিজ্ঞপ্তিটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। বিজ্ঞপ্তিতে দেওয়া নম্বরে বুধবার ধান কেটে দেওয়ার জন্য মুঠোফোনে সাহায্য চান সাভারের এক কৃষক। সংবাদ পেয়ে নেতাকর্মীসহ কৃষকের ধান কেটে দিয়েছেন গোলাম রাব্বানী। এ সময় সারা দেশের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মীদের আহ্বান জানান তিনি।

ছবি : গোলাম রাব্বানীর ফেসবুক থেকে নেওয়া

এর আগে ১২ মে দুপুরে ধানের দাম কম ও দিনমজুর না পাওয়ায় ক্ষেতে আগুন লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছেন টাঙ্গাইলের এক কৃষক। জেলার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের আব্দুল মালেক সিকদার তার ধানক্ষেতে আগুন ধরিয়ে এ প্রতিবাদ করেন। এরপর টাঙ্গাইলসহ আরও কয়েকটি স্থানে ধানক্ষেতে আগুন লাগিয়ে প্রতিবাদ করার ঘটনা ঘটে। রাস্তায় ধান ফেলে মানববন্ধনও হয়েছে দেশের বিভিন্ন স্থানে। কয়েকটি স্থানে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিয়েছেন জেলা প্রশাসক, রাজনীতির মানুষ, উৎসাহী যুবকসহ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড