• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘খালেদাকে কেরানীগঞ্জে স্থানান্তর করবেন না’

  নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০১৯, ১৪:৫২
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

বিএনপি চেয়াপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের জৈষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ মে) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়াকে হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার চক্রান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেরানীগঞ্জের মতো উপজেলায় খালেদা জিয়ার নামে মিথ্যা মামলাগুলো পরিচালনার জন্য আদালত স্থাপন সংবিধান পরিপন্থী। তাই বলছি তাকে কেরানীগঞ্জে স্থানান্তর করবেন না। সংবিধান প্রত্যেক নাগরিককে যে মৌলিক অধিকার দিয়েছে, খালেদা জিয়ার ক্ষেত্রে সেটিও লঙ্ঘন হয়েছে।

রুহুল কবির রিজভী

রিজভী বলেন, যে কোনও বিচারকাজ উন্মুক্তভাবে হওয়ার কথা সংবিধানের ৩৫ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে। তাই কারাগারের কোনও কক্ষে এভাবে বিচারকাজ চলতে পারে না। কেরানীগঞ্জ উপজেলায় কারাগারে আদালত বসানো সংবিধান সম্মত নয়।

তিনি বলেন, কোথাও কোথাও আদালত স্থানান্তরের কথা ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট বলা আছে। তবে কারাগারে আদালত স্থাপনের কথা বলা নেই। সরকারকে বলছি হঠকারী সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করুন, বিএনপির চেয়ারপারসনকে মুক্ত করে দিন। বেআইনিভাবে তার জামিন আটকাবেন না।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড