• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে রিট করবে তরিকত ফেডারেশন

  অধিকার ডেস্ক

২১ মে ২০১৯, ০৮:৩৪
নজিবুল বশর মাইজ ভান্ডারী
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী (ফাইল ছবি)

জাতীয়তাবাদবিরোধী ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে রিট করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী বলেছেন, ‘ইসলামের নামধারী যতগুলো রাজনৈতিক দল আছে, যারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এমন সব দলের নামে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য বলবো এবং হাইকোর্টে রিট করব।’

সোমবার (২০ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মেম্বারর্স ক্লাব মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ তরিকত ফেডারেশনের ইফতার ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের বক্তব্য খুব সহজ, আপনারা দেখেছেন এবার বর্ষবরণের সময় এক মৌলভী বলে বসলেন, ইসলামে এটার ইয়ে নেই। আরে বর্ষবরণে ইসলামের কি আছে, বাঙালি জাতীয়তাবাদ বা জাতিসত্তা আমরা কোনো ধর্মের কাছে বিকিয়ে দিতে যায়নি।’

প্রত্যেক ধর্ম যার যার তার তার উল্লেখ করে নজিবুল বশর বলেন, ‘এখানে ধর্মকে এনে আমার জাতীয়তাবাদ, আমার যে কর্মকাণ্ড এটাতে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেই নাই।’

তরিকত ফেডারেশনের চেয়ারম্যন নজিবুল বশর মাইজ ভাণ্ডারীর সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড