• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদার সম্মানে ৩০ টাকার ইফতার

  নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০১৯, ২০:১৯
খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে বিএনপির ইফতার আয়োজনে জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারাবিধি মতে প্রত্যেক কয়েদিকে ৩০ টাকার ইফতার দেওয়া হয়, তাই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপি আগামী ২৮ মে ঢাকার লেডিস ক্লাবে ইফতার মাহফিল করবে। সেই ইফতারে দামি কোনো খাবার রাখা হবে না। অতিথিদের ইফতারে খুবই সাদামাটা আইটেম রাখবে তারা। কারাবন্দি খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, এ ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার সময় বিএনপির কয়েকজন নেতা অতিথি রাজনীতিবিদদের জন্য দামি খাবারের প্রস্তাব দেন। যেহেতু একই টেবিলে অতিথি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসবেন, তাই দুই ধরনের ইফতার আইটেম রাখা খারাপ দেখায়। সে কারণে শেষ পর্যন্ত ৩০ টাকার ইফতার আইটেম রাখার সিদ্ধান্ত নেন বিএনপির নেতা।

জানা গেছে, ৩০ টাকার ইফতারের মধ্যে ৬ টাকা মূল্যের ছোট পানির বোতল, এক পিস করে খেজুর, পেয়াজু, বেগুনি, ছোট জিলাপি এবং এক মুঠো মুড়ি, সামান্য ছোলা থাকবে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে ইফতার কমিটির বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

এ ব্যাপারে বরকত উল্যা বুলু বলেন, বিএনপির চেয়ারপারসন কারাগারে রয়েছেন। সেখানে তিনি ৩০ টাকা মূল্যের ইফতার খান। তাই বিএনপির ইফতারও এখন ৩০ টাকার। আমরা ২৮ মে রাজনীতিবিদদের জন্য ইফতার মাহফিরের আয়োজন করছি। সেখানেও ৩০ টাকার ইফতার থাকবে। ক্যাটারিংকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড