• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শৃঙ্খলা ভঙ্গের কারণে বগুড়া বিএনপির দুই নেতার পদ স্থগিত

  অধিকার ডেস্ক

২৬ এপ্রিল ২০১৯, ০৮:০৩
বিএনপির লোগো

দলীয় শৃঙ্খলার বাইরে যাওয়ায় বগুড়া জেলা বিএনপির দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

দুই নেতা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমু।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতিকে শোকজ এবং দলের আরও দুই জ্যেষ্ঠ নেতাকে অব্যাহতি প্রদান করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের আকস্মিক এমন সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে তাদের অনুসারীরা বগুড়ায় দলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

এ দিন রাত পৌনে ১০টায় স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুর নেতৃত্বাধীন নেতাকর্মীরা বিএনপি কার্যালয়কে বাহির থেকে তালাবন্ধ করে দেন। পরবর্তীতে তারা কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সমাবেশে জেলার সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড