• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ

  অধিকার ডেস্ক

২১ এপ্রিল ২০১৯, ০৮:৪৯
মোকাব্বির
মোকাব্বির খান (ফাইল ছবি)

জতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে নির্বাচিত সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে গণফোরাম। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের নেতাদের সঙ্গে কথা না বলে এমপি হিসেবে শপথ নিয়ে সংসদে যাওয়ায় তাকে এই নোটিশ দেওয়া হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো অর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বারী হামিম শোকজের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকালে গণফোরামের রাজধানীর আরামবাগে অবস্থিত পার্টির কার্যালয়ে এ বিষয়ে সভা হয়। সভা থেকে তাকে শোকজ দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় পার্টির গঠনতন্ত্রের ৮ (ম) ধারা মোতাবেক দলের লক্ষ্য, আদর্শ, নীতি, গঠনতন্ত্র, কর্মসূচি পরিপন্থী কাজ করার কারণে মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মিন্টু তার এমপি হিসেবে শপথ নিয়ে সংসদে যাওয়ার বিষয়ে একটি রিপোর্ট উত্থাপন করেন।

সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা বিকরিয়া, মেজর জেনারেল অব. আ ম সা আ আমীন, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশীদ, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, অ্যাডভোকেট সগীর আনোয়ার, মোশতাক আহমেদ প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট আট আসনে জয়ী হয়। এর মধ্যে গণফোরাম দুটি আসনের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন।

ওডি/ এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড