• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদা জিয়ার ব্যর্থতার কথা তুলে ধরলেন গয়েশ্বর

  অধিকার ডেস্ক    ২০ এপ্রিল ২০১৯, ১০:৪৯

খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়
খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায় ( ছবি : ইন্টারনেট)

‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যর্থতার কথা তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১৯ এপ্রিল) বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে জিয়ার ওই ব্যর্থতার কথা জানাতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আগেও বলেছি, আজও বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চারপাশে নির্ভীক, সৎ, সাহসী লোক তৈরি করতে পারেননি। এই কারণে আমরা চলমান সংকট মোকাবিলা করতে ভয় পাচ্ছি। তাই সরকার প্যারোলে মুক্তি নিয়ে উসকানি দেওয়ার সাহস পাচ্ছে।’

জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে একটা নির্বাচন নাকি, কী হয়েছে আপনারা সবাই জানেন। আমার দৃষ্টিতে এই ৩০০ আসনে কেউ জয়লাভ করে নাই, এই ৩০০ আসনে কেউ পরাজিত হয় নাই। জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ। সেই জনগণ যখন শতভাগ ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনে নির্বাচিত বলার সুযোগ নাই।’

বিএনপি থেকে নির্বাচিতদের শপথ ও তাদের দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আশা করেছিলাম নির্বাচিতরা বলবেন, দল বললে আমরা যাবো, অন্যথায় যাবো না। খালেদা জিয়া মুক্তি পেলে আমরা সংসদে যাবো, অন্যথায় যাবো না। এই কথাগুলো শুনতে চেয়েছিলাম, কিন্তু তা শুনছি না। উঁকি-ঝুঁকি মারছে নানা চোরাগলি পথ দিয়ে নানা কথা। কোন কথা সত্য, কোন কথা মিথ্যা জানি না।’

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘তাদের কাপড়-চোপড়ও প্রস্তুত রয়েছে। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার মতো জনপ্রিয় নেতার সঙ্গে এটা ঠাট্টা ও মশকরা ছাড়া আর কিছু নয়। আর এ ধরনের অসঙ্গতি প্রস্তাব সরকারের কাছ থেকে আসতে পারে না এবং আসবে না।’

এ সময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মতো আপোষহীন হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটির আয়োজনে এই অনুষ্ঠান হয়। বইটির সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার। ২ হাজার টাকার টাকা মূল্যের ১২ জন লেখকের লেখা সম্বলিত ৮৬০ পৃষ্ঠার বইটিতে খালেদা জিয়ার ১০ বছরের শাসনামল, রাজনীতির সুদীর্ঘ পথপরিক্রমা ও নানা চড়াই-উৎরাই, সংগ্রাম ও দূরদর্শিতার গল্প উঠে এসেছে।

শত নাগরিক কমিটির আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, শত নাগরিক কমিটির জাহাঙ্গীর আলম মিন্টু ও জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, কৃষিবিদ জি কে মোস্তাফিজুর রহমান, বিএনপির শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, গৌতম চক্রবর্তী, আফরোজা আব্বাস, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড