• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত যেতে বাধা, শাহজালাল থেকেই ‘ফিরতে হলো’ নিপুণ রায়কে

  অধিকার ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, ১৫:৫০
নিপুণ রায়
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারতে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গয়েশ্বর চন্দ্র রায়ই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল। নিপুণ রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা।

বিষয়টি নিয়ে বিএনপি নেত্রী নিপুণ রায় বলেন, ব্যক্তিগত সফরে সপরিবারে কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল (মঙ্গলবার) কলকাতা থেকে ঢাকা ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। আমাকে মামলার অজুহাত দেখিয়ে ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

এর আগে গত মাসের (মার্চ) ৯ তারিখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। তার দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড