• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওবায়দুল কাদেরের সঙ্গে জাপা নেতাদের সাক্ষাৎ

  অধিকার ডেস্ক

১৭ এপ্রিল ২০১৯, ০২:৩৪
ওবায়দুল কাদের-রুহুল আমিন হাওলাদার
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য নাসরিন জাহান রতনাও সেতুমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, গত ১৩ এপ্রিল (শনিবার) বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সিঙ্গাপুরের স্কটস রেসিডেন্সে আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, আন্তরিকতাপূর্ণ পরিবেশে ওবায়দুল কাদেরের দীর্ঘ বর্ণাঢ্য জীবনের অনেক সোনালী অধ্যায় নিয়ে কথা হয়েছে। এ সময় অসুস্থতার মাঝেও সেতুমন্ত্রী প্রতিটি মুহূর্ত দেশ ও দেশের মানুষের কথা ভাবছেন বলে তিনি জানান।

দ্রুতই সুস্থ হয়ে ওবায়দুল কাদের আমাদের মাঝে ফিরে আসবেন- এ আশা ব্যক্ত করে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, তিনি আবারও দেশের স্বার্থে অবদান রাখতে সমর্থ হবেন।

সড়কমন্ত্রীর জন্য দোয়া চেয়ে জাতীয় পার্টির সাবেক এ মহাসচিব বলেন, দেশবাসীর দোয়া আর ভালোবাসায় ওবায়দুল কাদের বেঁচে থাকবেন আরও অনেক বছর। দেশ ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে ওবায়দুল কাদের যে অবদান রেখেছেন সেজন্যই এদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে ওবায়দুল কাদেরের সুস্থতা ও দীর্ঘজীবনের জন্য দোয়া করবেন।

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সাক্ষাতের সময় মিসেস ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পর দিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি তাকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শে ওইদিনই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড