• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘এরপরও পান্তা-ইলিশ খাওয়া যায়?’

  অধিকার ডেস্ক    ১৪ এপ্রিল ২০১৯, ১৮:৪৬

রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবি- সংগৃহীত)

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডে “ব্যথিত” বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এরপরও পান্তা-ইলিশ খাওয়া যায়? উৎসব করা যায়? কীভাবে ইলিশ-পান্তা খাব, নতুন জামা পরব? আমরা কিছুতেই এটা করতে পারি না।”

রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সকালে রাফির হত্যাকাণ্ডে দোষীদের বিচার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মানববন্ধনটি হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, “নেত্রীকে নিয়ে পহেলা বৈশাখ করার আশা ছিল। কিন্তু পারিনি, তিনি কারাগারে। এ ধরনের ঘটনা ক্ষমতাসীনদের প্রশ্রয়েই হচ্ছে।”

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, “ দেশে শত শত শিশু ও নারী নির্যাতিত, লাঞ্ছিত। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, কারও বাঁচার কোনও উপায় নেই। একজনকে গ্রেপ্তার করে অন্যজনকে বাঁচানোর চেষ্টায় থাকে সরকার। প্রশাসনও সরকারের কথা শোনে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন- মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি নুরজাহান ইয়াসমীন, পরিচালনা করেন জ্যেষ্ঠ সাধারণ সস্পাদক হেলেন জেরিন খান। বক্তৃতা করেন- বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের শাম্মী আখতার, নেওয়াজ হালিমা আরলী, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার বেগম, মমতাজ বেগম প্রমুখ।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড