• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না ১৪ দল : নাসিম

  অধিকার ডেস্ক

২৩ মার্চ ২০১৯, ১৫:৫৪
মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

আর কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না ১৪ দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৪ দল শুধু রাজনৈতিক বক্তব্য দেবে না। সামাজিক আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।’

শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভা এবং চলমান রাজনীতি বিষয়ে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় আমরা রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি উল্লেখ করে নাসিম বলেন, ‘আওয়ামী লীগ হোক অন্য দল হোক। সমাজের অশনি দূর করার জন্য যারা আইন মানে না, যারা নিজেরা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে, যারা আওয়ামী লীগ করে বলে নিজেদের ক্ষমতাধর ব্যক্তি মনে করে। এটা হতে পারে না।’

জোটের সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, ‘আমাদের যে ভুলত্রুটি তা সংশোধন করতে হবে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৪ দল সড়ক নৈরাজ্যের বিরুদ্ধে, প্রশাসনের এ শৈথিল্যের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নারী নির্যাতন, শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমরা সভা-সমাবেশ করব, সেমিনার করব।’

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।

এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড