• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণায় নুরের বিরোধিতা

  অধিকার ডেস্ক    ২৩ মার্চ ২০১৯, ১৪:৪৩

নুরুল হক নুর
গণভবনে ভিপি নুরুল হক নুর। (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৩ মার্চ) নেতাদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি। বৈঠকে ডাকসুর কেন্দ্রীয় ২৫ নেতার মধ্যে ২৪ জন এ প্রস্তাবে সম্মতি দেন। প্রস্তাবের বিপক্ষে ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রস্তাবটি পাস হয়েছে। বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্যপদের স্বীকৃতি দেওয়া হবে।

ভিপি নুর প্রস্তাবের বিরোধিতার কারণ হিসেবে বলেন, ‘এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। শিক্ষার্থীদের একটি বড় অংশের কাছে এই নির্বাচন বিতর্কিত বলে বিবেচিত হয়েছে। তাই আমি এই প্রস্তাবের বিরোধিতা করেছি।’

অন্যদিকে ডাকসু জিএস গোলাম রাব্বানী এ ব্যাপারে বলেন, ‘গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জনের মধ্যে ২৪ জন সম্মতি দিয়েছেন। তাই একজনের বিরোধিতা গ্রহণযোগ্য হয়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড