• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন সুলতান মনসুর

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৪:৫৮

সুলতান মনসুর
এমপি সুলতান মোহাম্মদ মনসুর। (ছবি : সংগৃহীত)

গণফোরাম থেকে বহিষ্কৃত এবং মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (২২ মার্চ) সকালে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। এসময় তিনি ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন।

এই ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। একাদশ নির্বাচনে ঐক্যফ্রন্টের যে ৮ জন জয়ী হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন। ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মনসুর।

পরে সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের সব ধরণের কমিটি থেকেও তাকে বাদ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড