• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলখানার প্রতিটা ইট খুলে ফেলা উচিত, বললেন দুদু

  অধিকার ডেস্ক

২০ মার্চ ২০১৯, ১৬:৫২
শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু (ফাইল ছবি)

দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জেলখানার প্রতিটা ইট খুলে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে, আমরা কীভাবে বসে আছি?

বুধবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরামের ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি’তে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুদু।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জেল খাটছি, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় এক লাখ মামলা দায়ের হয়েছে। আসামি ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মী। গত দুইশ বছরে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে এক লাখ মামলা হয়েছে- এমন কোনো ইতিহাস নেই!

ব্রিটিশ আমলের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, ‘ব্রিটিশ আমলে আমরা পরাধীন ছিলাম। ইতিহাস খুলে দেখেন, আমাদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? কয়জন গুম হয়েছে ৩০০ বছরের ইতিহাসে?’

খালেদা জিয়া রাতের আধারের নির্বাচনে জয়ী হননি বলে মন্তব্য করে বিএনপির এ শীর্ষনেতা বলেন, ‘সেই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ কোন বাংলাদেশ! যার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার পরিবারকে রেখে মুক্তিযুদ্ধে গিয়েছেন, তার দুটি মাসুম বাচ্চাকে রেখে খালেদা জিয়া জেল খেটেছেন। আজ তাকে আটকে রাখা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না।’

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘রাস্তাঘাটে আপনারা চলেন, কী ভয়ঙ্কর একটা পরিস্থিতি! এ সরকার একটা ভয়ঙ্কর সরকার, বেগম খালেদা জিয়া অতুলনীয় ব্যক্তিত্ব। শেখ মুজিব তিন বছর এক মাস রাজত্ব করতে পারেননি, নিঃসঙ্গভাবে পুরো পরিবারসহ তিনি নিহত হন। তার প্রতি বিএনপির সহানুভূতি জানিয়েছে। রাজনৈতিকভাবে সহানুভূতি জানানোর কোনো সুযোগ নেই। তিনি ব্যর্থ শাসক। কিন্তু বেগম খালেদা জিয়া তিনবার শুধু দেশ পরিচালনা করেননি, ভালোবাসা নিয়ে পরিচালনা করেছেন। জনসমর্থন নিয়ে পরিচালনা করেছেন।’

বিইউপি ছাত্র নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, ‘ছাত্র আন্দোলন আবার শুরু হয়েছে। বাচ্চা ছেলে-মেয়েরা যে আন্দোলন করেছে কিছুদিন আগে, সেই একই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আবার আন্দোলনে নেমেছে। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করি। কোনো কোনো জায়গায় গতকাল আন্দোলনকারীদের মারধর করা হয়েছে। পুলিশ ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব, ছাত্র-ছাত্রীদের প্রতি খারাপ ব্যবহার করবেন না।’

প্রতিবাদ সভায় আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ, মৎসজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড