• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি : হানিফ

  অধিকার ডেস্ক    ২০ মার্চ ২০১৯, ১৭:০৭

মাহবুবউল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। (ছবি : সংগৃহীত)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘দেশের প্রত্যেকটি এলাকায় শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এরপরও কোনো রাজনৈতিক দল বা দলের নেতা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে বলতে হয় তারা সবসময় এ দেশকে অস্থিতিশীল ও অশান্ত দেখতে পছন্দ করেন।’

বুধবার (২০ মার্চ) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটিতে হত্যাকাণ্ডের ব্যাপারে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ি বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারই প্রেক্ষিতে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দল যারা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলেছে, আসলে তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ দেখে হতাশ। তাদের এ মন্তব্য রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।’

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গত সোমবার (১৮ মার্চ) নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে ৯ মাইল নামক এলাকায় অস্ত্রধারীদের বার্স্ট ফায়ারে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। চট্টগ্রাম নেওয়ার পথে হেলিকপ্টারে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম এবং ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড