• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোট চুরি হলে ছাত্রলীগের সব প্রার্থীই জয়ী হতো : শোভন 

  নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০১৯, ১৫:৪৪
রেজওয়ানুল হক চৌধুরী শোভন
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু না হলে ছাত্রলীগ সব পদেই জয়ী হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, নির্বাচনে অনেক ঘটনা ঘটলেও সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে। আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। তা পুনরায় গ্রহণ করা হয়েছে। রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোটগ্রহণ করা হয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, ভোট চুরি হলে কিন্তু ছাত্রলীগের সব প্রার্থীই জয়ী হতো। সেটি কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এ কারণেই এখনও পরিবেশ শান্ত রয়েছে।

পূর্বে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরত, লাশ পড়ত বলে উল্লেখ করে শোভন বলেন, সেই পরিবেশ কিন্তু এখন আর নেই। আমরা চাই- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড