• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে আন্দোলনের সময় অনেক আগেই শেষ : নাসিম

  অধিকার ডেস্ক

১৪ মার্চ ২০১৯, ১৫:৫৭
মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

বাংলাদেশে আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করে ডাকসুর ভোটে নির্বাচিতদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নাটক না করে শপথ নিয়ে দয়া করে ছাত্রদের জন্য কাজ করার প্রস্তুতি নিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনেন। ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক ও আন্দোলন করে কোনো লাভ হবে না।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে সম্মিলিত আওয়ামী লীগ জোটের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোটে ভিপিসহ যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানান নাসিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ে কোথাও নেই বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমাদের লজ্জা, শিক্ষকদের লজ্জা এবং ছাত্রছাত্রীদের জন্য লজ্জা। তাই ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তারা সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করুন। এখন আর আন্দোলন হবে না। আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। দেশের জনগণ এখন আর আন্দোলন চায় না।’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ককারীদের উদ্দেশে নাসিম বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে যারা বিতর্ক করে সে প্রতিপক্ষ শক্তিকে বলব, সময় মতো প্রতিরোধ করতে পারেন নাই। মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। তাই বলি সময়ের কাজ সময়ে করতে হয়।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আপনারা আন্দোলন আন্দোলন করে আন্দোলনের বারোটা বাজিয়ে দিয়েছেন। তাই বলব, আপনারা যদি আন্দোলন করতে চান সংসদে গিয়ে করেন। আপনারা সংসদে আসেন, শপথ নেন, আমাদের বিরুদ্ধে কথা বলেন। আপনারা ৮-১০ জন হন সংসদে যান, সংসদ কাঁপান। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আর কোনো লাভ হবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মুক্তিযোদ্ধা মেরাজ মোহাম্মদ। এতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হক সবুজ, আব্দুল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড