• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালতে যাননি খালেদা জিয়া

  অধিকার ডেস্ক    ১৩ মার্চ ২০১৯, ১৪:২০

খালেদা জিয়া
আদালতে যাননি খালেদা জিয়া

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যেতে অনিচ্ছা প্রকাশ করায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ মার্চ) এই মামলায় তার আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল আদালতের। পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী এজলাসে ঢাকার ২ নম্বর বিশেষ জজ এ এইচ এম রুহুল ইমরান এ নতুন তারিখ ধার্য করেন।

সাবেক এই প্রধানমন্ত্রী ‘আদালতে আসতে অনিচ্ছুক’ মর্মে কারা কর্তৃপক্ষ তার কাস্টডি আদালতে উপস্থাপন করেন।

সে সময় খালেদা জিয়ার আইনজীবী মাসুদ তালুকদার শুনানিতে বলেন, ‘হয় ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ, না হয় কারাকর্তৃপক্ষ তাকে ইচ্ছা করে আদালতে হাজির করে মিথ্যা তথ্য দিয়েছেন।’

কোনো বন্দীর অনুপস্থিতিতে চার্জগঠনের শুনানি আইন সংগত না হওয়ায় বিচারক শুনানি শেষে চার্জগঠনের নতুন তারিখ ঠিক করেন।

এর আগে একই আদালত খালেদা জিয়াকে ১৩ মার্চ আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল।

মামলার অপর আট আসামি হলেন-এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানী মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান, বড় পুকুরিয়া কয়লাখনি ব্যবস্থাপনার নিয়োজিত ঠিকাদর সুজু কোল মাইনিং গ্রুপ কনসোর্টিয়ামের পরিচালক মো. সিরাজুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান ভূইয়া, সাইফুর রহমান, এম কে আনোয়ার ও এম শামসুল ইসলামও আসামি ছিলেন। তারা মারা গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড