• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারের কাছে খালেদার মুক্তি প্রার্থনা মানে আদালত অবমাননা : তথ্যমন্ত্রী  

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৮

তথ্যমন্ত্রী
সচিবালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ( ছবি : পিআইডি)

বিএনপির নেতাকর্মীদের দাবির প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হয়েছে, সেই কারাবন্দির মুক্তির দাবি সরকার প্রধানের কাছে করা মানে আদালত অবমাননা করা।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু খালেদা জিয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কারাবন্দিকেই মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন না। কারাবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের। খালেদা জিয়া আদালতের রায়ে সাজা খাটছেন। সেখানে সরকারের কিছু করার নেই।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত মূলত একই আদর্শে রাজনীতি করে। আপাত দৃষ্টিতে দুটি দল আলাদা মনে হলেও আসলে তারা একদল। এ কারণে তারা কেউ কারও কাছ থেকে আলাদা হবে না।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড