• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

একুশে পদকের পর এবার এমপি পদে সুবর্ণা মুস্তাফা

  অধিকার ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯
সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা (ছবি : সংগৃহীত)

অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রের শীর্ষ মর্যাদা একুশে পদকে ভূষিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মনোনীত হয়েছেন তিনি।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ৪১ জন সংরক্ষিত নারী এমপিদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘোষিত সে তালিকায় ২২ নম্বরে রাজধানী ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফার নাম দেখা যায়।

পরে আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকেও সংবাদটি নিশ্চয়তা পাওয়া গেছে। এদিকে রাষ্ট্রের শীর্ষ মর্যাদার একুশে পদক পাওয়ার পর থেকেই সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় ভাসছেন এ অভিনেত্রী। এমপি হওয়ার সংবাদ পাওয়ার সে অভ্যর্থনা বেড়ে গেছে আরও।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয়ের পর ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। চারদিনে মনোনয়নপত্র বিক্রি হয় ১৫১০টি। শোবিজ অঙ্গনের অনেকেই মনোনয়ন সংগ্রহ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড