• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের সব মানুষের মেরুদণ্ড বাঁকা নয় : পিনাকী 

  অধিকার ডেস্ক    ০৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

পিনাকী ভট্টাচার্য
ছবি : সংগৃহীত

এবারের নির্বাচন নিয়ে কথা বলেছেন লেখক- ব্লগার পিনাকী ভট্টাচার্য । তিনি তার ফেসবুকে লিখেছেন,

‘৩০ ডিসেম্বর বাংলাদেশে শুধু ভোট ডাকাতি হয়নি; যা হয়েছে তার জন্য "ভোট ডাকাতি" খুব মাইল্ড শব্দ। সেদিন রাষ্ট্রযত্রকে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য। যেই রাষ্ট্র তৈরি হয় জনগণের সার্বভৌম ক্ষমতা দিয়ে; সেই রাষ্ট্র তার মালিকের ক্ষমতা খর্বের জন্য ব্যবহৃত হতে পারে না। রাষ্ট্র তখন আর "রাষ্ট্র" থাকে না। রাষ্ট্রের এই সংকট তার চরিত্রের দিক দিয়ে শুধু অভুতপুর্বই নয়, অভিনব।’

‘জনগণের এই লুণ্ঠিত কর্তৃত্ব তাকেই পুনরুদ্ধার করতে হবে। এটা অন্য কেউই করে দেবে না। এই লড়াই দীর্ঘ, এই লড়াই কবে সফল হবে জানি না; কিন্তু লড়াইটা জারি রাখতে হবে।’

বাংলাদেশে এখন কথা বলার সময়। মুখ খুলে নির্ভয়ে সত্য কথা বলার সময়। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এবারও পরাজিত হবে না। এই লড়াইয়ের মধ্যে দিয়েই গড়ে উঠবে জনগণের নেতৃত্ব, তার নতুন যুগের বুদ্ধিজীবীকূল আর মাঠের সৈনিকেরা। এই লড়াই গৌরবের।

হতাশ হবেন না। দেশের সব মানুষের মেরুদণ্ড বাঁকা নয়। এই কঠিন সময়েই সবচেয়ে সাহসী মানুষদের জন্ম হবে। মাথা উঁচু করা সেইসব সাহসী মানুষদের দেখে লজ্জায় হিমালয় পর্বত মাথা নত করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড