• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোট ডাকাতির মহোৎসব : ইসলামী আন্দোলন

  অধিকার ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০

ইসলামী আন্দোলন বাংলাদেশ
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ। (ছবি : সংগৃহীত)

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতউদ্দীন অভিযোগ করে বলেন, 'পুলিশ ও র‌্যাবের পাহারায় ভোট ডাকাতির মহোৎসব হয়েছে, যা দেশের জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।'

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পল্টনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, 'সারাদেশে নির্বাচনের নামে যে তামাশা হচ্ছে, তাতে আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। অধিকাংশ আসনে ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই আমাদের সব এজেন্টকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এরপর সরকারি দলের প্রার্থীর পক্ষে একতরফা সিল মারা হয়।

তিনি আরও বলেন, 'সরকারের অধীনে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের হুমকি, ধমকি, হামলা, পিস্তল ঠেকানো, অফিস ভাঙচুর, অফিসে আগুন দেওয়া ও নিরপরাধ কর্মীদের গ্রেফতার-হয়রানির ঘটনা উৎসবের নির্বাচনকে আতঙ্কের নির্বাচনে পরিণত করেছে। আর আজ নির্বাচনের নামে যা হচ্ছে,তা ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।'

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চাঁদপুর-১ আসনে হাতপাখার প্রার্থীর ওপর হামলা করা হয়। তার গাড়ি ভাঙচুর করে সহযোগীদেরও আহত করা হয়। দিনাজপুর-৪ আসনে রশিদুল নামের এক এজেন্টকে পুলিশ আটক করেছে। নীরফামারী-৪ আসনে বেলা ১১টায় হাতপাখার সব এজেন্টকে বের করে দেওয়া হয়। পুলিশি প্রহরায় সরকার দলীয় লোকজন লাঙ্গল মার্কায় সিল মারে।বগুড়া-৩ আসনে ইউএনও’র সামনে পৌর মেয়র বেলালের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা প্রার্থীর গাড়ি নিয়ে যায়। নাটোর-১ আসনে ১ নম্বর লালপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বালিতিতা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার না দিয়ে ভোটারদের হাতে কালি লাগিয়ে বের করে দেওয়া হয়। নোয়াখালী-২ আসনে ১০৩ কেন্দ্রের সব কেন্দ্রে সকাল ১১টার মধ্যে ভোটকেন্দ্র দখল করে নৌকায় প্রকাশ্যে সিল মারা হয়। চাঁদপুর-৩ আসনে ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নে ছাত্রলীগের হামলায় হাতপাখার পাঁচ কর্মী আহত হন। শেরপুর-১ আসনে সব এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার এ ব্যাপারে অভিযোগ গ্রহণ করেননি। ময়মনসিংহ-১০ আসনে সকাল ৯টার মধ্যে হাতপাখার সব এজেন্টকে বের করে দিয়ে আওয়ামী এজেন্টরা নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে।

ঢাকা-৬ আসনে দক্ষিণ মহসিন গার্লস স্কুল থেকে ইমরান নামে হাতপাখার এক এজেন্টকে গুম করা হয়। ঢাকা-১৬ আসনে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বোমা ফাটিয়ে কেন্দ্র দখল করা হয় এবং ভোটারদের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। কুষ্টিয়া-২ আসনে ভেড়ামারা বামুনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা প্রতীকে সিল মারার পরে নৌকার লোকেরা অনেক ব্যালট পেপার ছিড়ে ফেলে দেয়।

কুমিল্লা-৬ ও ৯ আসনে সকাল ৯টার মধ্যেই হাতপাখার সব এজেন্টকে বের করে দিয়ে আওয়ামী এজেন্টরা নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে।নারায়ণগঞ্জ-৪ আসনে আনন্দলোক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা প্রতীকে সিল মারার পরে নৌকার লোকেরা অনেক ব্যালট পেপার ছিড়ে ফেলে দেয়।চট্টগ্রাম-৯ আসনে প্রার্থীর গাড়ির ড্রাইভারকে সরকার দলীয় কর্মীরা অকথ্য ভাষায় গালাগালি এবং রক্তাক্ত করে। ঢাকা- ১৩ আসনে (ইভিএম) ইলেক্ট্রনিক্স ভোট মেশিনে ভোটগ্রহণ এলাকাতে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৪ নম্বর ওয়ার্ড), ব্লুমিং চাইল্ড স্কুল (৩৪ নম্বর ওয়ার্ড) রায়েরবাজার কমিউনিটি সেন্টারসহ অন্যান্য সেন্টারে লাইন থেকে বের করে দেওয়া, ক্যাম্প ভেঙে ফেলা, ভোটের মেশিন নষ্ট ও মেশিনে সমস্যা দেখিয়ে ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি।

সিরাজগঞ্জ-৪ আসনে লিখিত অভিযোগ নিতে সহকারী রিটার্নিং অফিসারের অস্বীকার। সুনামগঞ্জ-১ আসনে বেলা ১২টায় ব্যালট পেপার শেষ এবং বিভিন্ন আসনে নৌকা ও লাঙ্গলে জোরপূর্বক সিল মারা হয়। জয়পুরহাট-২ আসনে গোবিনাথপুর কেন্দ্র, গার্লস উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মোহাম্মদপুরসহ বিভিন্ন কেন্দ্রে জোরপূর্বক সিল মারা হয়। বগুড়া-৭ আসনে রামেরশাপুর,সোনারায় দক্ষিণপাড়া কানৈল, নেপালীতলাসহ বিভিন্ন কেন্দ্রে ১২টার আগেই ব্যালট পেপার শেষ বলে জানানো হয় এবং দেশের সব আসনের একই চিত্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলে বারী মাসউদ, ঢাকা-৮ আসনের প্রার্থী আবুল কাশেম, গণমাধ্যম সমন্বয় শহিদুল ইসলাম কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড