• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন : ড. কামাল

  অধিকার ডেস্ক

১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫
ড. কামাল হোসেন
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন (ফাইল ছবি)

নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন।’

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙে গেছে। জনগণের মধ্যে ভোটাধিকারের সঠিক প্রয়োগ নিয়ে সন্দেহ দিন দিন বাড়ছে।’

এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ এ নেতা অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে প্রশাসন সঠিক আচরণ করছে না। পুলিশের অপব্যবহার বন্ধ করুন। পুলিশকে থামান।’

দুর্বল আদালত হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না উল্লেখ করে গণফোরাম সভাপতি আরও বলেন, ‘মানবাধিকার সুরক্ষিত হয় না। তাই আদালত-বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করাটা জরুরি।’

আদালতের বিচারকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সংবিধান প্রণেতা ড. কামাল বলেন, ‘যেসব বিচারপতি অতীতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, পরবর্তী সময়ে তাদের ধিক্কার পেতে হয়েছে।’

প্রবীণ এ আইনজীবী বলেন, ‘আমাদের সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে। এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে গেছেন। অথচ সেই সংবিধান এখন মানা হচ্ছে না।’

বঙ্গবন্ধু প্রসঙ্গে ড. কামাল বলেন, ‘যেসব বিষয় বঙ্গবন্ধু সারাজীবন অনুশীলন করেছেন, যেসব বিষয়ে তার স্বাক্ষর আছে, সেগুলো প্রতিপালন না করলে তাকে অসম্মান দেখানো হয়। শুধু দেয়ালে তার ছবি রাখলেই তাকে শ্রদ্ধা জানানো হয় না।’

সংবিধানে আইনের শাসনের কথা বলা আছে বলে জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকারের কথা বলা আছে। ভোটের অধিকারের কথা বলা আছে। সংগঠন করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। এগুলো বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামরা মেনে গেছেন।’

সরকার বিরোধী জোট ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘অথচ আজকে সর্বত্র মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দেশের মানুষের ভোটের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই। এসব লঙ্ঘনের মধ্য দিয়ে তাদের (জাতীয় নেতা) অসম্মান করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড