• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহার

  নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৭
আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার
আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার (ছবি : সংগৃহীত)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইশতেহার ঘোষণার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের কাছে অতীতের শিক্ষার আলোকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন। তিনি বলেন, কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব।

আওয়ামী লীগ কথায় না কাজে বিশ্বাসী বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, গত দশ বছরে দায়িত্ব পালন বা কাজ করতে গিয়ে আমার ও সহকর্মীদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি দলের প্রধান হিসেবে সবার পক্ষ থেকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করছি।

শেখ হাসিনা বলেছেন, টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পেলে তার দল টেকসই বিনিয়োগ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে। এটাই তাদের এবারের অঙ্গীকার।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ ইশতেহার দেখতে দৈনিক অধিকারের পাঠকদের উদ্দেশ্যে তাদের পিডিএফ ফাইলটি প্রকাশ করা হল-

পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড