• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে মতবিনিময় সভা

নির্বাচনে বিজয়ী হলে স্বাধীনতা বিরোধীদের উৎপাটন করা হবে : বাদশা

  রাবি প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩০
সভা
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ফজলে হোসেন বাদশা (ছবি : সংগৃহীত)

আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হলে স্বাধীনতা বিরোধীদের সমূলে উৎপাটন করা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল শিক্ষক সমাজ ও আওয়ামী কর্মকর্তা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘সাম্প্রদায়িকতাকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নৌকার বিকল্প নেই। আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হলে স্বাধীনতা বিরোধীদের সমূলে উৎপাটন করা হবে।’

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে তিনি বলেন, ‘ড. কামাল মুখে বঙ্গবন্ধুর কথা বললেও হাত মিলিয়েছে স্বাধীনতা বিরোধীদের সাথে। তার পরিবার এখন জামায়াতের ঘরে চলে গেছে। এ মীরজাফরকে আমরা এতো দিন চিন্তে পারি নাই।’

৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় চিরদিনের জন্য ধর্মান্ধতার কবর রচিত করবে বলেও মন্তব্য করেন ১৪ দল মনোনীত এ নেতা।

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া।

সভায় বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ ও আওয়ামী কর্মকর্তা পরিষদের তিন শতাধিক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড