• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহিদুল ইসলাম বাবুলকে গ্রেফতার করায় ছাত্রদলের নিন্দা

  নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯
ছাত্রদল
দলীয় পতাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম বাবুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। এছাড়া আটক বাবুলের মুক্তি দাবি করেন দলের নেতারা।

সোমবার (১৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘অবৈধ সরকার আবারও জোর করে ক্ষমতায় আসার জন্য একের পর এক ঘৃন্য চক্রান্ত করে যাচ্ছে। ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুলকে গ্রেফতার সরকারের উস্কানি ছাড়া কিছুই নয়। এই অবৈধ সরকার আন্দোলন সংগ্রাম তো দূরের কথা বিরোধী দল ও মতের কাউকে বাধাহীন ঘুরতে দিতেও নারাজ। তারা যে কোনো মূল্যে একদলীয় শাসন কায়েম করতে চায়। আর এজন্যই বিরোধী দলীয় নেতাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে।’

তারা আরও বলেন, ‘ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম সারির একজন তরুণ রাজনৈতিক নেতা হলেন শহিদুল ইসলাম বাবুল। তিনি ছাত্রদলসহ দেশবাসীর কাছে একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তার নামে যখন কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশের সাধারণ ছাত্র-জনতার মধ্যে।’

ওডি/ এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড