• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেওয়ার আহ্বান জয়ের

  অধিকার ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯
সজীব ওয়াজেদ জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেওয়ার প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, ‘বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে, আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনো যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেওয়ার। ধানের শীষে ভোট মানেই ৩০ লক্ষ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট।’

রবিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জয় বলেন, ‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারব না। কারণ, আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।’

সজীব ওয়াজেদ জয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারবো না। কারণ আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।

বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে, আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনো যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্য ফ্রন্ট কে ভোট না দেয়ার। ধানের শীষে ভোট মানেই ৩০ লক্ষ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড