• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারের নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন : মান্না

  অধিকার ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭

দৈনিক অধিকার
মাহমুদুর রহমান মান্না। (ছবি : সংগৃহীত)

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে। আর সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনসহ র‌্যাব-পুলিশকে ব্যবহার করছে।'

শুক্রবার (১৪ ডিসেম্বর) পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, 'নির্বাচনের মাঠে আমরা আছি এবং ৩০ তারিখ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকব। যতই নির্যাতন, অত্যাচার হোক আমাদের সরানো যাবে না। ঐক্যফ্রন্ট ভোটের মাঠে আছে এবং শেষ পর্যন্ত থাকবে।'

ড. কামাল হোসেনের ওপর হামলার ব্যাপারে রেজা কিবরিয়া বলেন, 'তার ওপর হামলা করার মতো কোনো মানুষ এ দেশে আছে বলে আমার জানা ছিল না। কিন্তু ক্ষমতার জন্য আজকে এ ঘটনা ঘটালো তারা। আমার কথা হলো, তোমরা এমন কী করেছ যে ক্ষমতা হারানোর ভয় পাচ্ছো?'

সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন- জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড