• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমরা ভয় পাওয়ার লোক না : আ স ম রব

  নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪
ঐক্যফ্রন্ট
ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি : দৈনিক অধিকার

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমরা ভয় পাওয়ার লোক না, ৯ মাস যুদ্ধ করেছি, মাঠ ছেড়ে যাব না।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে বিজয়নগরে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেএসডি সভাপতি।

সকাল ১০টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্মৃতিসৌধের ফটকে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, আজ হামলা করে শহীদের অবমাননা করা হয়েছে। বুদ্ধিজীবীদের কবরে কাছে হামলা করে তারা প্রমাণ করেছে তারা ১৪ ডিসেম্বর ভুলে গেছে।

আইজি’র উদ্দেশে এই সংবিধান প্রণেতা বলেন, এ হামলার তদন্ত করুন, এই হামলা করার জন্য কারা আদেশ দিয়েছে, খুঁজে বের করুন। কেউ আইনের ঊর্ধ্বে না।

গণফোরাম সভাপতি আরও বলেন, আজকের দেশের যে অবস্থা এ দেশ শহীদদের কাঙ্খিত নয়। আমাদের লজ্জা পাওয়া উচিত দেশে যা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না, ড. রেজা কিবরিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড