• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমার গাড়ীবহরে হামলা পূর্ব পরিকল্পিত : মির্জা ফখরুল

  ঠাকুরগাঁও প্রতিনিধি :

১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২
মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ছবি : দৈনিক অধিকার)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঠাকুরগাঁও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী রমেশ চন্দ্র সেন সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। যার কোনো ভিত্তি নেই। আমার গাড়ীবহরে হামলা আওয়ামী লীগ চালিয়েছে।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় জেলা প্রেস ক্লাব হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বেগুনবাড়িতে গাড়ীবহরে হামলার ঘটনা আওয়ামী লীগই করেছে। আমি পূর্বে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং ঠাকুরগাঁও পুলিশ সুপারকে এ এলাকায় নির্বাচনী সভার কথা অবগত করেছিলাম। পূর্ব পরিকল্পিত ভাবেই আওয়ামী লীগের লোকজন আমার গাড়ী বাদ দিয়ে বাকী ৫টি গাড়ীকে ভাংচুর করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো সহিংসতা সৃষ্টি করবো না, এখন পর্যন্ত কোনো মামলা করিনি। কিন্তু আওয়ামী লীগের লোকজন আমাদের লোকজনে উপর মিথ্যা মামলা দিয়েছে এবং সন্ধ্যায় একজনকে গ্রেফতারও করেছে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে না মনে করেছিল তারা। তবে আমরা যখন নির্বাচনে অংশ নিচ্ছি তখন কিভাবে আমাদের প্রচার-প্রচারণা বন্ধ করা যায় তার জন্য এখন পর্যন্ত তারা গ্রেফতার অব্যাহত রেখেছে। আমার নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক এখনো কাটেনি।’

এলাকায় গত ৩ দিনের প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রচারণায় নেমে আমি গণজোয়ার দেখেছি। সাধারণ ভোটাররা অধির আগ্রহে অপেক্ষা করছে। সুযোগ পেলে ব্যালটের মাধ্যমে তারা জবাব দেবে। পরিবর্তন নিয়ে আসবে, পতন ঘটাবে সরকারের।’

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদিনে ১০টি পথ সভা ও ১০টি জনসভায় অংশগ্রহণসহ দিনভর সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ এসেছিলেন মির্জা ফখরুল। তিনি বৃহস্পতিবার রাতে বগুড়া-৬ আসনে প্রচারণার জন্য ঠাকুরগাঁও ত্যাগ করে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড