• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী লুনার প্রার্থিতা স্থগিত

  অধিকার ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৭
লুনা
তাহসীনা রুশদী লুনা (ছবি : সংগৃহীত)

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার বয়স তিন বছর পূর্ণ না হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সরকার বিরোধী জোট ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনার প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ওই আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার এক রিট আবেদনের প্রেক্ষিতে তার প্রার্থিতা স্থগিত করা হয়।

তাহসীনা রুশদী লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন। লুনার সরকারি চাকরির পদ থেকে অবসর নেওয়ার তিন বছর পার না হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনী বিধি মোতাবেক তার প্রার্থিতা স্থগিত করা হয়।

এর আগে সংসদ সদস্য ইয়াহইয়ার এ বিষয়ে ইসিতে দুই বার আপিল করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এহিয়ার আপিল খারিজ করেন।

স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে লুনার ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড