• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসি নিরপেক্ষ, নির্মোহ ভূমিকা পালন করছে : এইচটি ইমাম

  অধিকার ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪
এইচ টি ইমাম
ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত নিরপেক্ষ, নির্মোহ থেকে ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, ‘সিইসি বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমাদেরও দায়িত্ব আছে। আমরা বলেছি, আমরাই যদি আক্রান্ত হই, তবে দায়িত্ব কীভাবে পালন করব।’

আইনশৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীন উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, ‘আমরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছি। কেননা, সারা দেশে আমাদের কর্মীদের বেছে বেছে হামলা করা হয়েছে। নির্বাচনে তারাই তৃণমূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেছে বেছে তাদের ওপর যে আক্রমণ তা গ্রহণযোগ্য নয়।’

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘নোয়াখালীর ঘটনা সম্পর্কে ওবায়দুল কাদের জানিয়েছেন, আমাদের কর্মীকে প্রথমে চোখে মরিচের গুড়া দেওয়া হয়েছে। এরপর মাথা থেঁতলিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। একটা স্বাধীন দেশে একাত্তরের মতো এমন নৃশংস কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘সারা দেশে যে সহিংস ঘটনা ঘটছে, তারা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

গত ১০ ডিসেম্বর নির্বাচনের প্রতীক পেয়ে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। এতে নিহত হয়েছে কয়েকজন।

পুনঃঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড