• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে : মিনু

  রাবি প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯
মাজার
শহীদ শামসুজ্জোহার মাজার জিয়ারত করছেন মিজানুর রহমান (ছবি : দৈনিক অধিকার)

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী-২ আসনের (সদর) বিএনপি প্রাথী মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্বাচনী প্রচারণার সময় শহীদ বুদ্ধীজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাগরের প্রবল স্রোতের সামনে বালির বাঁধ যেমন ভেসে যায় তেমনি আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। সামনের দিনগুলোতে আপনাদের ওপর অনেক বাধা আসবে। ধৈর্য ধারণ করে সকল বাধা অতিক্রম করে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে হবে। কারণ এ নির্বাচন গণতন্ত্র ও বাংলাদেশকে রক্ষার নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্বাচন।'

গত দশ বছরে রাজশাহী এবং দেশে কোনো উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল রাজশাহী ছিল ক্লিন সিটি। বর্তমান সরকার ওয়ান ইলেভেনের কৌশলীদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসার পর বিগত ১০ বছরে রাজশাহীকে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের নগরীতে পরিণত করেছে। এ সরকার রাজশাহী, খুলনা, রংপুরে কোনো উন্নয়ন করেনি। তারা মেগাপ্রকল্পেরে নামে দেশকে নিঃশেষ করে দিয়েছে।’

সমাবেশ শেষে মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে শহীদ শামসুজ্জোহার মাজার জিয়ারত করেন। এ সময় মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর, মতিহার থানা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড