• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামায়াত যে ২২ আসনে পেল জোটের প্রার্থিতা

  অধিকার ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪
জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দুই জোটের শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসনে জামায়াতে ইসলামীকে ছাড় দিয়েছে বিএনপি।

২০ দলীয় শরিক দল জামায়াতে ইসলামীকে আসন বণ্টনের শুরুতে ২৫টি আসনে ছাড় দেওয়ার কথা থাকলেও চূড়ান্তভাবে ২২টি আসন দেওয়া হয়েছে। এ নিয়ে জামায়াতে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ইসিতে নিবন্ধন হারানো জামায়াত এবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামবে। ২০০৮ সালের নির্বাচনে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট করে দুটি আসনে জয়ী হয়। আর জোটের সিদ্ধান্তে দশম নির্বাচন বয়কট করে দলটি।

প্রতিশ্রুতি অনুযায়ী আসন না পেয়ে ক্ষুব্ধ জামায়াত নেতারা জোটের নেতৃত্বদানকারী বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, প্রতিশ্রুত আসনে ছাড় না দিলে তারা ‘ভিন্ন চিন্তা’ করতে বাধ্য হবেন।

চূড়ান্তভাবে জামায়াত যে ২২ আসন পেল

চূড়ান্ত প্রার্থিতার চিঠি পেয়েছেন যারা- দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম ১৫ আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড