• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মনোনয়ন শেষ, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে : কাদের

  অধিকার ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:২৮

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়ন দেওয়া সমাপ্ত করেছি। জয়ী হতে পারে এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।’

শুক্রবার (৭ নভেম্বর) ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা মনোনয়ন পেয়েছে তাদেরকে চিঠি দেয়া হয়েছে। ১৭টি আসনে ডাবল প্রার্থী ছিল, আমরা সিঙ্গেল করে নিয়ে এসেছি। বেশিরভাগ একক প্রার্থীকেই চিঠি দিয়ে দেয়া হয়েছে। যারা এখনও বাকি আছেন, তারা জাহাঙ্গীর কবির নানক সাহেবের কাছে থেকে চিঠি নিয়ে যাবেন।’

আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৩টি আসন বিকল্পধারাকে দেওয়া হয়েছে। শরিকদের যদি কেউ আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তারা নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকের কয়েকটা আসন দিলাম। সবারই আকাঙ্ক্ষা বেশি পেতে চায়, তবে আমরা এর বেশি দিতে পারছি না। আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।’

পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে আগামীকাল পাঠিয়ে দেওয়া হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নৌকা দিয়েছি ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদ ৩টি, তরিকত ফেডারেশন ২টি, জাসদ (আম্বিয়া) ১টি, বিকল্পধারা ৩টি এবং জেপি মঞ্জু ২টি। সব মিলিয়ে শরিকদের ৫৫-৬০টি আসন দিয়েছি। জাতীয় পার্টি ৪০-৪২টি আসন পাবে। তারা যে কোনো প্রতীক নিয়েই নির্বাচন করতে পারে। ২৪০ জন মোটামুটি আওয়ামী লীগের চূাড়ান্ত প্রার্থী, দুই একজন এদিক ওদিক হতে পারে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড