• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এরশাদের অভিযোগ সত্য নয় : জিএম কাদের 

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:১২

জিএম কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের (ছবি : সংগৃহীত)

‘আমাকে দেশের বাইরে যেতে দেয়া হচ্ছে না’ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ কথা জানান তিনি।

জিএম কাদের বলেন, ‘এরশাদ শারীরিক ভাবে অসুস্থ। বয়সের কারণে এ সময়ে মানুষের শরীরে যেমন নানা রকম সমস্যা দেখা দেয় তারও তেমন সমস্যা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই সিএমএইচএ যান চিকিৎসা নিতে। ওখানে গেলে তিনি ভালো ফিল করেন। ডাক্তাররা তাকে নানা রকম বিধিনিষেধ দেন। অন্যান্য রোগীর ক্ষেত্রেও যেমন দেওয়া হয়।’

জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘উনার চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। যদি ডাক্তাররা বলে আজকেই দেশের বাইরে নিতে হবে। তাহলে আজকেই নেওয়া হবে। এটা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা উচিত হবে না। তার নির্দেশমতেই জাতীয় পার্টি চলছে। তবে আশঙ্কা করতে পারেন। কারণ গতবার এমনটা রটেছিল।’

এ সময় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা বলেন, ‘৯ তারিখ যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সে কারণে আমরাও ওনাকে বলেছি দুচারদিন পরে যেতে। উনি পার্টির চেয়ারম্যান, তিনি দেশের বাইরে গেলে আমাদের খারাপ লাগে। কিন্তু এরশাদ টেলিকনফারেন্সে বলেন, কঠিন সময় পার করছি, ভেঙে পড়িনি। সামনে আরও কঠিন সময় আসছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ও পার্টি ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড