• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ আর ঘোষণা হচ্ছে না বিএনপির প্রার্থী তালিকা

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:০৪

বিএনপি
বিএনপি

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বৃহস্পতিবার রাত ৮টার পর ঘোষণা করার কথা বললেও আজ আর ঘোষণা হচ্ছে না।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা আজ বৃহস্পতিবার রাত ৮টার পর ঘোষণা করা হবে।’

‘বিএনপির প্রার্থীদের তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমি তার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। কারণ কাদের সাহেব সবসময় অবান্তর কথা বলেন।’

তিনি আরও বলেন, ‘ন্যায় বিচার হলে খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন।’

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আপিলে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রতি ন্যায়বিচার হয়েছে। রিটার্নিং অফিসাররা বিএনপির অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজ আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড