• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘নির্বাচনের সুযোগ পাবেন খালেদা’

  অধিকার ডেস্ক    ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮

ব্যারিস্টার কায়সার কামাল
প্রেস বিফ্রিং এ আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল (ছবি : সংগৃহীত)

সংবিধানের আর্টিকেল ৬৬ অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনে ফেনী-১ আসন থেকে ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ থেকে আইনজীবী নওশাদ জমির ও বগুড়া-৭ আসন থেকে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার খালেদা জিয়ার পক্ষে আপিল করেন। আপিল শেষে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নির্বাচন কমিশন যদি ফেয়ারলি ডিসাইট করেন তবে নির্বাচন কমিশন থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে রায় আসবে। আর্টিকেল ৬৬-তে দেয়া আছে সর্বোচ্চ আদালত কর্তৃক (সাজা হলে)। আপিল হচ্ছে- কন্টিনিউয়াস অব ট্রায়াল। খালেদা জিয়ার যে দুটি মামলায় সাজা দেয়া হয়েছে দুটিরই আপিল করা হয়েছে। আপিলের রায় এখনও আসে নাই। তাছাড়া অতীতের অনেক নজিরও রয়েছে। আশা করব সেসব বিবেচনা করে কমিশন রায় দেবেন।’

তিনি আরও বলেন, ‘আইন বহির্ভূত ও অন্যায়ভাবে রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার ফেনী-১ বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়ন ফরম বাতিল করেছেন। যেটা সরকারের যড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। আজকে আমরা তিন আইনজীবী খালেদা জিয়ার পক্ষ থেকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছি।’

নির্বাচন কমিশন আপিলের সুবিচার না করলে আপনারা কী করবেন সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খালেদা আইনজীবী বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আইন যদি ফলো করা হয়; কমিশন যদি আইন ফলো করেন তবে যে আইনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে তা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’

আদালত ও নির্বাচন কমিশনের আইনি ব্যাখ্যা দেওয়ার পরেও কেন খালেদা মনোনয়ন ফিরে পাবার আশা করছেন? এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার বলেন, ‘পৃথক মামলায় পৃথক রায় ও বক্তব্য এসেছে। একেকজন একেক কেইসে বলেছেন। এ ক্ষেত্রে খালেদা জিয়ার কেইস সম্পূর্ণ ভিন্ন। আইন নিজস্ব গতিতে চললে এবং নির্বাচন কমিশন যদি সংবিধান ও আইন ফলো করে তাহলে খালেদা জিয়া অবশ্যই মনোনয়ন ফিরে পাবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড