• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার নতুন ৪৫ জনকে মনোনয়ন দিয়েছে আ. লীগ :  কাদের

  নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০১৮, ১৮:৪৩
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় নির্বাচনে ২৩০ জনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে এর মধ্যে ৪৫ জন নতুন।’

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি সভানেত্রী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

ওবায়দুর কাদের বলেন, ‘এবার নতুন ৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, প্রত্যাহার পর্যন্ত সমীকরণ কোথায় গিয়ে ঠেকে অপেক্ষা করতে হবে।’

তিন বাহিনী থেকে দেড়শতাধিক কর্মকর্তা আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘তারা তো নির্বাচনে মনোনয়ন চাননি। তারা এমন সময় দলে যোগ দিয়েছে তখন মনোনয়ন দেওয়া শেষ হয়েছে। আমার বিষয়টি পজেটিভ দেখছি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগে যোগ দিয়েছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘যেসব নেতারা জনবিচ্ছিন্ন দলছুট তারাই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে। ফলে বিএনপির আরও জনসমর্থন হারিয়ে ফেলছে, বিএনপির ভাঙা হাড় নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙা হাড় জমছে না। সারা দেশে গণজোয়ার।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে আ. লীগের এ নেতা বলেন, ‘একজন বলেছিলেন এক মাস পরে নাকি চেহারা বদলে যাবে। চেহারার বদল কি দেখলেন? আপনারাই বলুন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড