• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদা জিয়ার আসনে নির্বাচন করছেন মির্জা ফখরুল

  অধিকার ডেস্ক    ২৮ নভেম্বর ২০১৮, ১৪:৪৭

মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনে বিগত নির্বাচনগুলোতে বেগম খালেদা জিয়া নির্বাচন করলেও কারাবন্দি থাকার কারণে এ বছর তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই প্রহসনের রায় দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ‘পার্টি থেকে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। অনেক দ্রুততার সঙ্গে আমাদের নেতৃবৃন্দ এয়ারপোর্টে এসেছিলেন। তাদের সঙ্গে আমি ফরম ফিলাপ করে তাদেরকে দিয়েছি। আমি আশা করছি যে, বগুড়া-৬ থেকে আমি নির্বাচনে অংশ নেব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে।’

বগুড়া-৬ আসনে লড়ার জন্য এর আগে দলটির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়নপত্র দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড