• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাগ্নে নৌকায়, সিইসি পক্ষপাতদুষ্ট : মির্জা ফখরুল

  অধিকার ডেস্ক    ২৬ নভেম্বর ২০১৮, ১৬:০৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি দিয়েছিলাম। এসব দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। সরকারের সঙ্গে সংলাপ করেছি, নির্বাচন কমিশনের (ইসি) কাছে গিয়েছি। কিন্তু তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। ইসি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। বারবার বলেছি, যা কিছু করার তা করা প্রয়োজন। কিন্তু তারা করছে না।'

তিনি অভিযোগ করেন,'প্রশাসনেও রদবদলের প্রয়োজন। আমরা বললেও তা করা হয়নি। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বন্ধ রাখেনি। পত্র-পত্রিকায় সিইসির (প্রধান নির্বাচন কমিশনরা) ভাগ্নে শাহাজাদা সাজু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আমরা আগেও বলেছিলাম- তিনি (সিইসি) পক্ষপাতদুষ্ট। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

সোমবার (২৬ নভেম্বর) বিএনপির মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়ার আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

আন্দোলনের অংশ হিসেবেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে জানিয়ে ফখরুল বলেন, 'এই নির্বাচয়ে জয়ী হয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।'

জনগণের অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে একটা জাতীয় ঐক্য- মন্তব্য করে তিনি বলেন,'আমরা দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর মধ্য দিয়ে দেশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, ভোটের অধিকার ফেরত পাবে।'

নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন সম্ভব এবং জনগণ তার অধিকার ফেরত পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড