• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমি মরি নাই, ৩শ আসনেই প্রার্থী দেব : এরশাদ

  নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০১৮, ১৩:৩৭
হুসেইন মুহম্মদ এরশাদ
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (ছবি : সংগৃহীত)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনেই জাতীয় পার্টি (জাপা) প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, 'এখনও আমার নামে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হয়নি আমার। এতো বছরে একটা দিনও শান্তিতে ছিলাম না। এই মামলার ভার মাথায় নিয়ে আমি তোমাদের নেতৃত্ব দিয়েছি। তাই এমন সিদ্ধান্ত গ্রহণ করছি আমি।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীতে জাতীয় পার্টির গুলশান কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।

তিনি বলেন, আমার চেয়ে কেউ কষ্ট বেশি করে নাই। আমি সাড়ে সাত বছর জেলে ছিলাম। অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, মরতে দেওয়াই এরশাদের শাস্তি। এরশাদ মরে নাই। এখন দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই। জাতীয় পার্টি আবার জেগে উঠেছে।

গত ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাপা মনোনয়নপত্রের ফরম বিক্রি করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাঁচ দিনে মোট ২ হাজার ৮৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড