• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দণ্ডপ্রাপ্ত তারেকের মনোনয়নপত্র বাছাই আদালত অবমাননা : ফারুক খান

  অধিকার ডেস্ক

১৯ নভেম্বর ২০১৮, ০১:২২
ফারুক খান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান (ফাইল ছবি)

সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে- তারেকের বক্তব্য কোনো প্রচারমাধ্যমে প্রচার করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি। তিনি বলেন, ‘রবিবার দেশের একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে- তারেক রহমানের বক্তব্য কোনো প্রচারমাধ্যমে প্রচার করা যাবে না। সুতরাং তারেকের এই কাজ সর্বোচ্চ আদালতের নির্দেশনার লঙ্ঘন এবং আদালত অবমাননার সামিল।’

রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি অভিযোগ জমা দেওয়ার পর পর সাংবাদ মাধ্যমকে তিনি এ কথা জানান।

গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি নির্বাচন-সংক্রান্ত যে আচরণবিধি সেটি লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘বিশেষ করে আজ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। এর ফলে নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ জন্য আমাদের লিখিত অভিযোগ কমিশনের কাছে তুলে ধরেছি। আশা করি তারা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে।’

সুপ্রিম কোর্টে শনিবার বিএনপিপন্থি আইনজীবীদের মহাসমাবেশের বিষয় তুলে ধরে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, গতকাল শনিবার ঐক্যফ্রন্টের নামে বিএনপি-জামায়াত সুপ্রিম কোর্টের মতো একটি জায়গায় বসে সারাদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেখানে এমন কিছু কথাবার্তা বলা হয়েছে- যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘনের মাধ্যমে ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এসব যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ হতে পারে।’

নির্বাচনকালীন সময় ‘হাসিনা : অ্যা ডটার’স টেল’ চলচ্চিত্র মুক্তির বিষয়টি নির্বাচনী আইন ভঙ্গ কি না- গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের উত্তরে ক্ষমতাশীন দলের এই শীর্ষ নেতা বলেন, ‘এটি বিনোদনমূলক। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এটি দেখছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণার বিষয় নেই।’

এ সময় অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উল্লেখ্য, পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়ন ফরম বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের শেষ দিন ৯ ডিসেম্বর এবং নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড