• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আব্বাসের বাসা থেকে কর্মীদের তুলে নেওয়ার অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০১৮, ১৮:৪২
আফরোজা আব্বাস
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাসের রাজধানীর শাজাহানপুরের বাসা থেকে সাত-আটজন কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

রবিবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের নিয়ে যাওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, ‘দুপুরে তার বাসায় বেশ কয়েকজন কর্মী এসেছিলেন। নির্বাচনী কার্যক্রমের জন্য তারা বিভিন্ন স্থান থেকে এসেছিলেন। ওই কর্মীরা বাসা থেকে বের হওয়ার সময় সাদা পোশাকের লোকজন তাদের ধরে নিয়ে যায়। যাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদের একজন রাকিব, যিনি সাধারণ কর্মী। মির্জা আব্বাসের সঙ্গে দেখা করতে এসেছিলেন।’

বাকি কর্মীদের নাম জানাতে পারেননি আফরোজা আব্বাস। এই সময় মির্জা আব্বাস বাসার ভেতরেই ছিলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘আজ কোর্টে আমার মামলা ছিল। ওই মামলায় আগাম জামিন পেয়েছি। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের কেউ কেউ কোর্টে ছিল। কোর্ট থেকে ফিরে তারা আমাদের বাসায় আসেন।’

আফরোজা আব্বাসের ধারণা ডিবি পুলিশ ওই কর্মীদের ধরে নিয়ে গেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘পোশাকধারী পুলিশ আসবে, বাসা থেকে ধরে নিয়ে যাবে এরকম হলে সেটা অন্য কথা। কিন্তু এভাবে ধরে নিয়ে যাওয়াটা ভয়ের বিষয়। অনেক সময় গুম হয়ে যায়, মারধর করে, খুন হয়ে যায়।’

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. সুমন বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমরা কিছু জানি না।’

শাহজানপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এ বিষয়ে কিছুই জানি না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড