• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন আজ

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১২:৪৫

‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’
সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ রচিত ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন আজ

‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইটির মোড়ক উন্মোচন করা হবে আজ।

রবিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, লায়লা এন ইসলাম, নিউজ এজ সম্পাদক নুরুল কবীর, ইকতেদার কবীর, আনোয়ার হাশিম প্রমুখ উপস্থিত থাকবেন।

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জীবনী নিয়ে বইটি লিখেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ।

৭০০ পৃষ্ঠার এই বইয়ে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। বইটিতে খালেদা জিয়ার নেতৃত্বের কথাও বলা হয়েছে। বইয়ে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে।

১৯৪৫ সালের দিনাজপুরে জন্ম নেয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর ঘরগৃহস্থালীর দায়িত্ব ছেড়ে হাল ধনের বিএনপির। ৯০ এর আন্দোলনে নিজেকে উপস্থাপন করেন নেতৃত্বের প্রধান কাণ্ডারি হিসেবে।

এরপর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, প্রথম বিরোধী দলীয় নেত্রী আবার প্রধানমন্ত্রী…তার জীবনালেখ্য উঠে এসেছে বইটিতে।

সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ : আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড