• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী 

‘হাসিনা একাই শেখ মুজিবের কন্যা নন, আমিও তার পুত্র’

  অধিকার ডেস্ক    ১৭ নভেম্বর ২০১৮, ২২:১৩

বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (ছবি : সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি একাই শেখ মুজিবের কন্যা নন, আমিও শেখ মুজিবের রাজনৈতিক পুত্র। আমার গায়ে তার রক্ত নাই কিন্তু তার আদর্শ রয়েছে।’

শনিবার (১৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সখীপুরে নিজ বাসভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ সব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মেনেই মুক্তিযুদ্ধ করেছেন। তাহলে বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের এত ভেদাভেদ কেন? বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের ভেদাভেদ না থাকলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না। প্রধানমন্ত্রী হতাম আমি। প্রধানমন্ত্রী হতেন ড. কামাল হোসেন, প্রধানমন্ত্রী হতেন তোফায়েল আহমেদ।’

বঙ্গবীর বলেন, ‘আমি নির্বাচন করতে চাই না, ভোটেও দাঁড়াতে চাই না। তবে সারা বাংলাদেশে বীরের মতো ঘুরে শেখ হাসিনাকে দেখিয়ে দিতে চাই। অনেক লাঞ্ছিত হয়েছি, গালাগাল শুনেছি। মুক্তিযোদ্ধাদের জন্য মাত্র দুই হাজার টাকা সম্মানী চেয়েছিলাম। আপনি বলেছিলেন পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এখন কিন্তু মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা দিতে হয়।’

ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, ‘বাংলাদেশে এত বড় কারাগার নেই যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যায়। যে টাকা তছরুপ হয়নি সেই ২ কোটি টাকার জন্য যে বিচারক খালেদার জেল দিয়েছেন তারও একদিন বিচার হবে। আমিই ওই বিচারকের বিরুদ্ধে মামলা করব। আসন্ন সংসদ নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন।’

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতিক, জেলা সভাপতি এ্যাড.রফিকুল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম সরকার, মীর জুলফিকার শামীম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড