• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির মনোনয়নপত্র ঘিরে উৎসবমুখর নয়াপল্টন

  নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০১৮, ১৫:৩২
মনোনয়ন ফরম বিক্রি
উৎসবের আমেজে চতুর্থ দিনের মতো বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান। ছবি : সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজে চতুর্থ দিনের মতো বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান চলছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন বিক্রি ও জমা চলছে। এর আগে সকাল ৯টা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান শুরু হয়।

সকাল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেশের বিভিন্ন এলাকার নেতারা তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নয়াপল্টন আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয় এলাকায় দলটির কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

তা ছাড়া নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে দলীয় নেতৃবৃন্দের নামে ব্যানার, ফেস্টুন, ধানের শীষ নিয়ে শোডাউন ও দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়। সড়ক কিছুটা ফাঁকা রেখেই চলছে নির্বাচনের মনোনয়ন বিক্রি ও জমাদানের কাজ। যানবাহনও চলছে স্বাভাবিক গতিতে। বিএনপির পক্ষ থেকে সড়কে অবস্থান না করার জন্য বলা হয়েছে।

গতকাল বুধবার (১৪ নভেম্বর) পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘাতের পর আজ (বৃহস্পতিবার) নয়াপল্টন এলাকায় ফুটপাতসহ প্রতিটি সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা যায়।

এদিকে মনোনয়ন ফরম বিতরণের চতুর্থ দিনে মনোনয়নপত্র বিক্রি কমলেও বেড়েছে জমাদানের পরিমাণ।

গত ৩ দিনে প্রায় ৩ হাজার ৭০০ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিক্রির শুরুর দিন এক হাজার ৩২৬, দ্বিতীয় দিন এক হাজার ৮৯৬ এবং বুধবারসহ তিন দিনে প্রায় তিন হাজার ৭০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড